উত্তর: কম্পিউটারের জনক : কম্পিউটার আবিষ্কারের অনেকের অবদান থাকলেও জনক হিসেবে আখ্যায়িত করা হয় ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক চার্লস ব্যাবেজ কে।
অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে ব্রিটিশ সরকারের অনুদানে “ডিফারেন্স ইঞ্জিন” নামে একটি যন্ত্র আবিষ্কার করেন।
তারপর যে কোনো হিসাব কাজ করতে সক্ষম এরকম একটি গননা যন্ত্রের পরিকল্পনা ব্যাবেজ শুরু করেন ১৮৩৪ সালে।তিনি এনালাইটিক্যাল ইঞ্জিন নামে একটি বিশ্লেষণী যন্ত্র আবিষ্কার করেন। চার্লস ব্যাবেজ যে এনালাইটিকাল ইঞ্জিন কল্পনা করেছিলেন তাতে আধুনিক কম্পিউটারের সকল বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। তিনি হিসাব কার্য সম্পাদনের এবং সংরক্ষণের জন্য কম্পিউটারটিকে দুইটি অংশে বিভক্ত করেন। যা বর্তমান কম্পিউটারের যথাক্রমে কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ বা সি.পি.ইউ এবং মেমোরির সাথে তুলনা করা যায়। সর্বপ্রথম কম্পিউটারের এরূপ ধারনা ও পরিকল্পনা দেওয়ার জন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়।