Block diagram of computer

লিখিত প্রস্তুতি: বিগত বছরগুলোর মধ্যে আসা সবচেয়ে কমন প্রশ্ন

10 / 100

প্রশ্ন : কম্পিউটার কি? এর কাজ কি এবং এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।

উত্তর : ইংরেজি computer  শব্দটির উৎপত্তি compute গ্রিক শব্দ কম্পিউটার থেকে যার আভিধানিক অর্থ গণনাকারী যন্ত্র। 

কম্পিউটার এমন একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র অসংখ্য বর্তনী ও যান্ত্রিক সরঞ্জামের সমন্বয়ে গঠিত গ্রাম নির্ভর কৃত্রিম বুদ্ধিসম্পন্ন একটি স্বয়ংক্রিয় যন্ত্র। 

কম্পিউটারের কাজ : আধুনিক বিশ্বে কম্পিউটার তার সুনিপন দক্ষতা ও বিশ্বস্ত কাজের গুনেই আন্দোলন সৃষ্টি করেছে। বর্তমানে অত্যাধুনিক  কম্পিউটারের মাধ্যমে মুহূর্তের মধ্যেই জটিল হিসাব নিকাশের কাজে অনায়াসে নির্ভুলভাবে কাজ করে।  কম্পিউটার মূলত চারটি কাজের মাধ্যমে অন্য করে থাকে 

  1. প্রোগ্রাম সংরক্ষণ (program Store)
  2. ডাটা গ্রহণ (data input) 
  3. ডাটা প্রক্রিয়াকরণ (data processing)  
  4. ফলাফল প্রদর্শন(output) 

প্রোগ্রাম সংরক্ষণ : বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহারকারী  কর্তৃক তৈরি প্রোগ্রাম কম্পিউটারের মেমোরিতে সংরক্ষণ করে রাখে এবং ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী প্রোগ্রাম নির্বাহ করে।

ডাটা গ্রহণ : কোন কাজ সম্পন্ন করার জন্য কম্পিউটার প্রথমে ডাটা গ্রহণ ইনপুট  ডিভাইসের মাধ্যমে করে থাকে।  

ডাটা প্রসেস : গৃহীত ডাটা কম্পিউটার নির্ভুলভাবে প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী প্রসেস করে থাকে। 

ফলাফল : প্রসেসকৃত তথ্য বা ফলাফল কম্পিউটারের মনিটর,  প্রিন্টার ইত্যাদি ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদর্শন করে থাকে। 

উপযুক্ত বিষয়বলি সম্পন্ন করার মাধ্যমে কম্পিউটার নানা সমস্যার সমাধান করে থাকে কম্পিউটার বহুমুখী গুনের ফলে আমাদের প্রতিদিনের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। 

কম্পিউটারের বৈশিষ্ট্য সমূহ : 

  • দ্রুততা ( speed) 
  • সূক্ষ্মতা 
  • ক্লান্তিহীনতা
  • বিশ্বাসযোগ্যতা 
  • স্বয়ংক্রিয়তা 
  • বহুমুখিতা 
  • স্মৃতি বা মেমোরি 
  • যুক্তিগত সিদ্ধান্ত 
  • প্রক্রিয়াকরণ 
  • ভুল সংশোধন 
Scroll to Top