Fundamental of C Programming

9 / 100

Introducing C program control statements:

সি প্রোগ্রামিং ভাষায় Control Statement বলতে সাধারণত একটি প্রোগ্রামের এক্সিকিউশন বা প্রদর্শন ধারা Control (নিয়ন্ত্রন) করে সেগুলোকে Control Statement বলা হয়।

C programming ভাষায় প্রধানত তিন ধরনের Control Statement আছে

  1. Selection Statements:

কোনো নির্দিষ্ট Condition এর উপর সিদ্ধান্ত নিতে এই স্টেইট্মেন্ট ব্যবহার হয়। Common Selection statement গুলো হলো

if statement: Condition সত্য হলে ব্লকের ভেতরের কোড এক্সিকিউট বা প্রদর্শিত হবে।

ফরম্যাটঃ

if (condition) {
// code block to be executed if condition is true
}

if-else statement: The if-else statement executes one block of code if the condition is true and another block if the condition is false.

যদি if condition সত্য হয় তাহলে এর ভিতরের কোড প্রদর্শিত হয় আর False হলে else এর ভিতরের কোড প্রদর্শিত হবে।

ফরম্যাটঃ

if (condition) {
// code block to be executed if condition is true
} else {
// code block to be executed if condition is false
}

2. Iteration Statements (Loops):

Iteration statements গুলো হলো for loop, while loop, do while loop। এগুলো একই কোড বারবার রান করার জন্য ব্যবহৃত হয়। সাধারণত এগুলোকে লুপ বলা হয়।

for loop এর ক্ষেত্রে প্রথমে একটি প্রাথমিক শুরুটা নির্বাচন করতে হয়, পরে কত পর্যন্ত চলবে লুপটি তা একটি Condition লিখতে হয় এবং Finally প্রত্যেকটি ধাপে কত করে বাড়বে তা নির্বাচন করতে হয়।

For Loop in C

for loop এর স্ট্রাকচার বা গঠন হলো

for(initialization; condition; increment){

block statement

}

নিচে একটি উদাহরন দেওয়া হলো।

ধরুন আপনি 1 -5 পর্যন্ত নাম্বার আউটপুটে দেখাতে চান তাহলে


#include <stdio.h>

int main() {
int i;
for(i=1; i<=5; i++){
printf("%d\n",i);
}

return 0;
}

Output:

1
2
3
4
5

While Loop

গঠন হলো

while(condtion){

//body of the loop

}

Output:

Scroll to Top